শিশুমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। অভিযোগ, অসুস্থ শিশুকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলেও নার্সরা অনুমতি দেয়নি। ফলস্বরূপ মৃত্যুর কোলে ঢলে পড়ে চার মাসের শিশু। এই ঘটনায় পরিবারের লোকজন তুফানগঞ্জ হাসপাতালে এসে বিক্ষোভ দেখায়। জানা গেছে ফুলবাড়ি অন্দরন গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লী এলাকার বাসিন্দা সমীর দাসের চার মাসের সন্তানের শ্বাসকষ্ট দেখা দেয়। এবং সোমবার তড়িঘড়ি ওই শিশুকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করে। রাতের দিকে অসুস্থ শিশুটির শারীরিক অবস্থা অবনতি ঘটলে পরিবারের কোচবিহার নিয়ে যেতে চাইলেও নার্সরা নিয়ে ডিসচার্জ করেননি। নার্সরা জানিয়েছে তখন হাসপাতালে ডাক্তার না থাকায় এবং অনুমতি না মেলায় ছাড়তে চাননি। এদিকে পরিবারের অভিযোগ ডাক্তারকে বারবার ফোন করা হলেও ডাক্তার ফোন ধরেনি। ধীরে ধীরে বাচ্চাটি মৃত্যুর কোলে ঢোলে পরে।এর পরই পরিবারের লোকজন রা হাসপাতালে বিক্ষোভ দেখায়।