কয়েকদিনের পর শিলিগুড়িতে আবার ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ । শিলিগুড়ি কর্পোরেশন এবং শিলিগুড়ি শহরতলিতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে ।কয়েকদিন সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও গতকালের রিপোর্ট আবার উদ্বেগজনক ।শুক্রবার শিলিগুড়িতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে মোট ৮০ জন । দার্জিলিং জেলাভূক্ত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে এদিন সংক্রামিত হয়েছেন ৪৬ জন । শিলিগুড়ি পুর নিগমের সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে করোনায় সংক্রামিত হয়েছেন মোট ৩৪ জন । এর মধ্যে ২ নম্বর ওয়ার্ডেই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন । আক্রান্তদের সিংহভাগই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী ।
এছাড়া শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি ব্লকে ১৩, মাটিগাড়া ব্লকে ৩৪, খড়িবাড়ি ব্লকে ২জনের শরীরে করোনার সংক্রমনের খবর মিলেছে ।এদিন করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত্যু হয়েছে মোট ৪ জনের।