লোনের টাকা শোধ করতে চাপ কোম্পানির, আত্মঘাতী যুবক

লোনের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সালুগারায় । জানা গিয়েছে লকডাউনের আগে এক মাইক্রোফিনান্স কোম্পানির কাছ থেকে প্রায় ত্রিশ হাজার টাকা লোন নেন বিকি প্রসাদ কানু নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি চায়ের দোকান করত ফুটপাথে ।

লোনের টাকার অনেকটা পরিশোধও করে ওই ব্যক্তি। তার পর মার্চ থেকে লকডাউন শুরু হওয়ায় কর্মহীন হয়ে পড়ে বিকি প্রসাদ । ফলে লোনের টাকা দিতে পারছিল না সে ।এদিকে টাকা পরিশোধ করতে মানসিক চাপ দিতে থাকে লোন কোম্পানি । অবশেষে মানসিক চাপে বিপর্যস্ত তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় আজ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে কানু ও তার পরিবারকে লোনের টাকা পরিশোধ করতে চাপ দিচ্ছিল কোম্পানি । লোনের ২১ হাজার টাকা শোধও করা হয়েছিল । লকডাউনে কাজের অভাবে টাকা দিতে না পারার জন্য বিকি এই কাজ করেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে । পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।