ফুলবাড়িতে পাঁচকেজি সোনা সহ গ্রেপ্তার দুই

গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির অদূরে ফুলবাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হল পাঁচকেজি সোনা । এর সঙ্গে মণিপুরের দুই যুবককে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দারা। ধৃতরা হল বুয়ামায়ুম জাহাঙ্গীর এবং সহিদুর রহমান। দুজনেই মনিপুরের থৌবাল জেলার বাসিন্দা। ১৬৬ গ্রামের মোট চার কেজি ৯৮০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। আনুমানিক বাজার মূল্য দু কোটি ৬০ লক্ষ ১০ হাজার ৪০০ টাকা।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ইন্দো-মায়ানমারের মোরেহ সীমান্ত পার করে ওই সোনা মনিপুরে ঢোকে। সেখান থেকে সড়ক পথে ওই সোনা শিলিগুড়ি হয়ে উত্তরপ্রদেশে পাচারের পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। আরও জানা গিয়েছে, ঘটনায় পাচারে ব্যবহৃত একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে ডিআরআই আধিকারিকরা। গাড়ির সামনের দুটি দরজার মধ্যে আলাদা চেম্বার করে ওই সোনা লুকিয়ে রাখা হয়েছিল। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।