তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবার কলকাতা প্রেস ক্লাবের দিকে আঙ্গুল তুলে অসম্মানজনক মন্তব্য করলেন। তিনি বলেন কলকাতা প্রেসক্লাবের সাংবাদিকদের মান নেমে গিয়েছে। তার মতে, অর্থের বিনিময় সাংবাদিকতা হচ্ছে। মঙ্গলবার তার এই বক্তব্য সামনে আসে এদিনই রানীগঞ্জের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন “প্রেস মিডিয়ার একটা সম্মান আছে যদি কেউ মনে করে টাকার প্যাকেট দিয়ে সবাইকে কিনবে তাহলে বলবো বাংলা সবাইকে কেনা যায় না।”
নদিয়ায় দলীয় সভায় উপস্থিতি প্রচারমাধ্যমের উদ্দেশ্যে ‘ দু পয়াসার ‘ সাংবাদিক বলে সোমবার অসৌজন্যমূলক মন্তব্য ও আচরণ করেছিলেন মহুয়া।
প্রতিবাদ সত্ত্বেও তাকে সরাসরি দুঃখ প্রকাশ করা দূরে থাক একটি পয়সার ছবি সহ তীর্যক মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি তার বক্তব্যে অনড়।