চুক্তিবদ্ধ হল নিসান ইন্ডিয়া ও এক্সনমোবিল

নিসান মোটর ইন্ডিয়ার সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হল এক্সনমোবিল লুব্রিক্যান্টস প্রাইভেট লিমিটেড। এপ্রিল থেকে এক্সনমোবিল তাদের বিস্তৃত রেঞ্জের ইঞ্জিন অয়েল সরবরাহ করবে নিসান ইন্ডিয়াকে। এই ইঞ্জিন অয়েল ভারতের বিএস-৬ মানের হলেও তা পূর্বের বিএস-৩ বা বিএস-৪ নিসান প্যাসেঞ্জার ভেহিকেলগুলিরও উপযোগী। এই পার্টনারশিপের ফলে নিসান গাড়ির মালিকরা অ্যাডভান্সড লুব্রিক্যান্টস টেকনোলজির সুবিধা ভোগ করতে পারবেন, যা দেবে ‘অপ্টিমাল পারফর্ম্যান্স রিলায়াবিলিটি’ ও ‘পোটেনশিয়াল ফুয়েল ইকোনমি বেনেফিট’।

The Exxon Mobil gas station in Denver, Colorado United States July 28, 2017. REUTERS/Rick Wilking

ইঞ্জিন অয়েলের নতুন রেঞ্জে থাকছে – নিসান জেনুইন পার্টস মোটর অয়েল এসএই ০ডব্লিউ-২০, ৫ডব্লিউ-৩০, ১০ডব্লিউ-৩০, ১০ডব্লিউ-৪০। এগুলির মধ্যে রয়েছে সিন্থেটিক ও সেমি-সিন্থেটিক পিভি প্রোডাক্টস, যেগুলি এক্সনমোবিলের গ্লোবাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে প্রস্তুত। এক্সনমোবিলের নিজস্ব ফর্মুলার সাম্প্রতিক ইঞ্জিন অয়েল রেঞ্জ ‘ইন্টারন্যাশনাল লুব্রিক্যান্ট স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড অ্যাপ্রুভাল কমিটি’ এবং ‘আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট (এপিআই) মানসম্পন্ন। সকল নিসান মডেল ভেরিয়েন্টের জন্য এই নতুন ইঞ্জিন অয়েল পাওয়া যাবে নিসান সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে।