চিনকে হুঁশিয়ার করতে সাবমেরিন কিনবে কেন্দ্র

নয়াদিল্লি: এবার ছটি অত্যাধুনিক সাবমেরিন কেনার প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারত। মূলত দক্ষিণ চিন সাগরে চিনের আধিপত্য বিস্তারের খেলা রুখতেই ভারতীয় নৌবাহিনীতে যোগ হতে চলেছে এই ছটি সাবমেরিন। এজন্য বরাদ্দ করা হয়েছে ৫৫ হাজার কোটি টাকা। আগামী মাসের মধ্যে নিলামের সব কাজ শেষ করতে চাইছে কেন্দ্র।

আমদানির পরিমাণ কমিয়ে দেশকে স্বনির্ভর হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এই প্রজেক্ট বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পার্টনারশিপ মডেলে ভারতেই তৈরি হবে এই সাবমেরিনগুলো। প্রতিরক্ষা মন্ত্রক ও ভারতীয় নৌবাহিনী যৌথ উদ্যোগে নিলামের ব্যবস্থা করেছে। এই মেগা প্রজেক্টের নাম দেওয়া হয়েছে P-75 I। রিকোয়েস্ট ফর প্রপোজাল বা আরএফপি অক্টোবর মাসের মধ্যেই প্রকাশ করা হবে কেন্দ্রের তরফে বলে জানানো হয়েছে।