দেশের অর্থনৈতিক অবস্থা বেহাল তার ওপর রয়েছে কোভিড টিকার ওপর জিএসটি। অনেক অনুরোধ জমা পরার পরেও টিকার ওপর থেকে পণ্য পরিষেবা কর তুলে নেয়ার প্রশ্নই নেই বলে এবার জানিয়ে দিলো কেন্দ্র সরকার।
কেন্দ্রের দাবি টিকা কেনার দ্বায়িত্ব নিজের হাতে তুলে নেওয়ায় এই ক্ষেত্রে কর তুলে নেওয়ার কোনও যুক্তি খাটে না। বৈঠক মিটতেই সংবাদমাধ্যমের দ্বারা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন কোভিড টিকার উপর ৫% জিএসটি থাকবে এবং ঘোষণা মতোই কেন্দ্র ৭৫% টিকা কিনবে। তবে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ টসিলিজুমাব এবং অ্যাম্ফোটেরিসিন বি-র ওপর কোনও জিএসটি নেওয়া হবে না। কোভিড চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এর উপর জিএসটি কমানোর আবেদন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।