করোনার ভয়ে জুবুথুবু আজ সারা দেশ । তবুও এখনো পথচলতি মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা যায়। যার ফলে দিন দিন বেড়েই চলেছে সংক্রমণ। এমতাবস্থায় কোচবিহারের অনাসৃষ্টি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে সংক্রমণের হার কমাতে এবং পথ চলতি মানুষদের মার্কসের গুরুত্ব বোঝাতে গ্রহণ করতে দেখা গেল এক অন্যতম পদক্ষেপ। রবিবার মহিষাসুরের ছদ্মবেশে পথে নামতে দেখা গেল স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্মীকে। মহিষাসুরের ছদ্মবেশে এই ব্যক্তি পথচলতি অসচেতন মাক্স বিহীন ব্যক্তিদের হাতে তুলে দেয় মাক্স এবং তাদের মাক্স এর গুরুত্ব বোঝান।
অনাসৃষ্টি স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি রুমা সাহা দেব জানান , তারা পথ চলতি মানুষদের করোনার বিষয়ে সচেতন করতে এই নাটকীয় মোড়কের সাহায্য নিয়েছেন। এই দিনে ছদ্দবেশী মহিষাসুর ঢাক-ঢোল এবং কাঁসরের মাধ্যমে চারিদিকে সচেতনতা বার্তা ছড়িয়ে দেন।