কৃষি জমি বসে গিয়ে নদী, চাঞ্চল্য ধুপগুড়িতে

ধানের কৃষি জমি বসে গিয়ে হঠাৎ নদীখাতের সৃষ্টিতে চাঞ্চল্য ধুপগুড়ির মাগুরমারী ১নং অঞ্চলে । জানা গিয়েছে এইবছরের প্রবল বর্ষায় প্রায় এক কিলোমিটার এলাকার কৃষিজমি বসে গায়ে নদীর সৃষ্টি হয়েছে । আর এমনই চিত্র দেখতে দুরদুরান্তের মানুষ ভিড় জমাচ্ছে ওই এলাকায় । কৃষি জমি হঠাৎ বসে নদী খাতের সৃষ্টি হওয়ায় অবাক এলাকার মানুষ । সেইসঙ্গে উৎসুক জনগন । তবে এর কারণ এখনো জানা যায় নি । গ্রামবাসীরা জানিয়েছে প্রায় দেড় দুইদশক আগে ওই এলাকায় সন্তাই নামে একটি ছোট্ট নালা ছিল । বর্ষাকালে সেই নালার জল বামুনী নদীতে গিয়ে মিশত । কিন্তু দীর্ঘদিন ধরে সেই নালা বন্ধ হয়ে এখন ভরাট । কৃষকরা সেই জমিতে বর্তমানে চাষাবাদ শুরু করেছে ।


এই বর্ষায় হঠাৎ সেই জায়গা বসে গিয়ে নদীর মতো অগভীর খাদের সৃষ্টি হওয়ায় অবাক স্থানীয় মানুষ। ইতিমধ্যে ধুপগুড়ির বিধায়ক মিতালী রায় ওই এলাকা পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন ঘটনাটি তিনি প্রশাসনকে জানাবেন এবং হঠাৎ চাষের জমি বসে নদীর আকার নেওয়ার বৈজ্ঞানিক কারন জানার জন্য আবেদন জানাবেন।