কলকাতায় সঙ্ঘপ্রধান, মোহন-শুভেন্দুর সাক্ষাতের সম্ভাবনা

মন্ত্রিত্ব ত্যাগ করার দিনেই কলকাতা শহরে মোহন ভাগবত। জল্পনার পারদ জমেছে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে তৃণমূলের বিক্ষুব্ধ নেতা শুভেন্দুর দেখা করা নিয়ে। সূত্রের খবর আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারাতে বিজেপি সঙ্ঘের সাহায্য নেবে তা রাজনীতির বোদ্ধাদের নতুন করে বলার কিছু নেই। সঙ্ঘও বিজেপিকে কর্মপন্থা ঠিক করে দিচ্ছে । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বিজেপি যে ফায়দা লুঠবে তা মুকুল, সৌমিত্র, নিশীথ, অর্জুনদের বিজেপিতে টেনে আনাতেই বোঝা গিয়েছিল।

এবার মমতার সহযোদ্ধা এবং নন্দীগ্রাম আন্দোলনের প্রথমসারির নেতা , সদ্য ইস্তফা দেওয়া পরিবহনমন্ত্রী শুভেন্দুকে যে দলে টানতে চাইবে বিজেপি তা অনেকটাই অনুমান করেছেন অনেকে। জানা গেছে শুভেন্দুর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার দিনেই মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে চাইলেন শুভেন্দু এমনটাই খবর। কলকাতার স্টেট গেস্ট হাউস কিংবা কলকাতার কোনো সঙ্ঘের কার্যকতার বাড়িতে এ সাক্ষাতের সম্ভাবনা। এদিকে আগামী ৮ ই ডিসেম্বর রাজ্যের রাজধানীতে পা দিতে চলেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তার আগে শুভেন্দুর মতো তৃনমূলের প্রভাবশালী নেতাকে নিজেদের অনুকূলে টানার চেষ্টা করবে তা বলাই বাহুল্য। তবে এসবকে ছাপিয়ে কলকাতায় আজ জল্পনার পারদ চড়ছে মোহন ভাগবত এবং শুভেন্দুর সাক্ষাৎ করাকে নিয়ে।