“আমি দেশদ্রোহী নই, আমি রাজনীতিবিদ “-প্রকাশ্যে এসে জানালেন বিমল

দীর্ঘ তিন বছর পর প্রকাশ্যে আসলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। তিনবছর আগের পাহাড়ে রক্তক্ষয়ী আন্দোলনের পর রাজ্যসরকারের একাধিক মামলায় পাহাড় ছাড়তে বাধ্য হন বিমল গুরুং। দীর্ঘদিন আত্মগোপন করে থাকার পর অবশেষে আজ কলকাতায় প্রকাশ্যে দেখা গেল।

এদিন নিজের ব্যক্তিগত গাড়িতে বসে কলকাতার গোর্খা ভবনে সাংবাদিক সম্মেলনে আসেন তিনি। যদিও গোর্খা ভবন বন্ধ থাকায় ভবনের ভেতর ঢুকতে পারেন নি তিনি। অবশেষে সেখান থেকে তিনি একটি বেসরকারি হোটেলে ওঠেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান” আমি দেশদ্রোহী নই, আমি রাজনীতি করি'” দীর্ঘদিন পর প্রকাশ্যে এসে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভে জানান বিজেপি ছয় বছরে কিছুই করেনি। তিনি এও জানান যে আগামী বিধানসভায় বিমল গুরুং টিএমসির সঙ্গে চলতে চান।


যে সরকারের একাধিক মামলায় তিনি প্রকাশ্যে আসতে পারেন নি সেই তৃণমূলের দলের সঙ্গেই আগামী বিধানসভা নির্বাচনের সিদ্ধান্তে পাহাড়ের পরিবেশ যে উষ্ণপ্রবাহ দেখা দেবে তা বলাই বাহুল্য।