অসম সীমান্ত থেকে গ্রেপ্তার এনজেপির ভাঙচুরের ঘটনার মূল অভিযুক্ত

অবশেষে প্রসেনজিৎকে গ্রেপ্তার করল পুলিশ প্রশাসন। শিলিগুড়ির এনজেপি স্থল বন্দরের ভাঙচুরের ঘটনায় কয়েকসপ্তাহ ধরে পালিয়ে বেড়াচ্ছিল এনজেপি এলাকার প্রাক্তন দাপুটে তৃণমূল শ্রমিক নেতা। অভিযোগ এনজেপি টিপার্কে প্রায় কয়েকশো বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে বন্দরে ঢুকে ভাঙচুর চালায়। এবং সেখানে প্রকাশ্যে দেখা যায় এমনকি তার অনুগামীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট করে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ তার সাগরেদদের গ্রেপ্তার করলেও পালিয়ে যায় প্রসেনজিৎ রায়। এই ঘটনার পরই মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে শিলিগুড়ি এনজেপি থানার পুলিশ।সে পালিয়ে গিয়েছিল অসম।

অবশেষে গোপনে সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ প্রসেনজিৎ রায় কে গ্রেপ্তার করল তিনসুকিয়া থেকে।অসমে আদালতে তুলে প্রসেনজিৎ রায় কে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে শিলিগুড়ি ।বুধবার প্রসেনজিৎ কে পুনরায় তোলা হবে জলপাইগুড়ি আদালতে।

\