অনেক সংঘাতের পরে এলো রায়। মিললো অনুমতি, রায় গেলো পশুপ্রেমীদের সপক্ষে। পশুপ্রেমের দাবি মেনে নিলো কোর্ট। তবে মেনে নেওয়ার পাশাপাশি কিছু নিয়ম মানার নির্দেশ দিলো কোর্ট। পথ কুকুরদের খাওয়ানোর অধিকার আছে সাধারণ মানুষের। এ বিষয়ে এক মামলার রায়ে এমনটাই জানাল দিল্লি হাইকোর্ট। দিল্লির এক কুকুরপ্রেমী ও এক স্থানীয়ের মধ্যে বিরোধের মামলার ভিত্তিতে এই রায় দেওয়া হয়। পাশাপাশি এও জানানো হয় যে পথ কুকুরদের খাবার অধিকার আছে এবং পশুপ্রেমীদেরও তাদের খেতে দেওয়ার অধিকার আছে। কিন্তু সেই সঙ্গেই সতর্ক থাকা প্রয়োজন। এর থেকে যেন কারও ক্ষতি বা সমস্যা না হয়। দেশজুড়ে পথ কুকুরপ্রেমী এবং তাঁদের সমালোচকদের মধ্যে সংঘাতের প্রেক্ষিতে এই রায় বেশ তাত্পর্যপূর্ণ। শুধু রায়দানই নয়, এই সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।
পশুপ্রেমীরা তাদের নিজেদের উঠোনে বা নির্দিষ্ট স্থানে তা করতে পারেন। এ বিষয়ে স্থানীয় আধিকারিক বা রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোশিয়েসনের সঙ্গে প্রয়োজনে আলোচনা করা যেতে পারে। আর অবশ্যই এই স্থান কুকুরটির/কুকুরগুলির এলাকার মধ্যে হতে হবে। রাস্তার কুকুরদের টিকাকরণ ও স্টেরিলাইজেশনের দায়িত্ব মিউনিসিপাল কর্পোরেশন, রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং স্থানীয় ডগ লাভার্স গ্রুপের। হাইকোর্ট জানায়, পথের কুকুরদের সংখ্যা বৃদ্ধি রোধ করতে নির্বীজকরণ করা আবশ্যিক।