বাড়তে থাকা দূষণের পরিস্থিতিতে কলকাতার জায়গা কোথায়

প্রতিটা শহরে দিন প্রতিদিন বেড়ে চলেছে দূষণ। দিনে দিনে বিভিন্ন শহর তো বটেই, দেশও থাকার অনুপযোক্ত হয়ে উঠেছে। সমীক্ষা অনুযায়ী, শহরে থাকলে ফুসফুস ক্যান্সারের হার বাড়বেই। কারণ শহরের দূষিত হাওয়া আমাদের শরীরের মধ্যে মারাত্মক ক্ষতি সাধন করছে।

সম্প্রতি ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক একটি সমীক্ষা চালিয়েছে। এই সমীক্ষায় দেখা যাচ্ছে, পৃথিবীর সবচেয়ে দূষিত হাওয়া হচ্ছে সাউথ আফ্রিকার বড় শহর জোহাসেনবার্গের। দ্বিতীয় নাম্বারেই রয়েছে ভারতেরই একটি বড় শহর, পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র ‘কলকাতা’।

পৃথিবীর সবচেয়ে দূষিত হাওয়ার ঢেউ বইছে লাহোরেও। রিপোর্ট অনুযায়ী দূষণ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দেশটি। খারাপ অবস্থা বেজিং, সান্টিয়াগো, দুবাই, দিল্লি, করাচির মত বড় শহরগুলিরও। বিশেষজ্ঞদের মতে, ইন্ডাস্ট্রিয়াল শহর গুলিতেই দূষণের হার বেড়েছে। তবে সেভাবে শিল্প না থাকা সত্বেও কলকাতা যে এতটা উপরে উঠে আসবে তা সত্যিই কল্পনাতীত।