আরো একবার উত্তপ্ত হতে চলেছে রাজ্য রাজনীতি। বিজেপি ইতিমধ্যেই দাবি করেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করাতে হবে। সেই একই সুরে কার্যত সুর মিলিয়ে এমনই দাবি করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিকে আজ রাজ্যপালের সঙ্গে দেখা করলেন নির্বাচন কমিশনার যা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সূত্রের খবর, ভোটের প্রস্তুতি কোন দিকে এগোচ্ছে সেই সব কিছু জানতেই রাজ্যপাল সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনারের সঙ্গে।
আজ রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনের ডেকে পাঠান রাজ্যপাল জগদীপ ধনকড়। দুপুরে সেখানে জান নির্বাচন কমিশনার সৌরভ দাস। জানা গিয়েছে রাজ্যপালকে তিনি আসন্ন পৌরসভা ভোটের প্রস্তুতি সম্পর্কিত সমস্ত বিস্তারিত তথ্য দিয়েছেন। এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার ব্যাপারেও দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন রাজ্যপাল। উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর কলকাতার ১৪৪ ওয়ার্ডে পুরভোট হওয়ার কথা রয়েছে এবং ২১ ডিসেম্বর তার ফল প্রকাশ। ইতিমধ্যেই মনোনয়ন প্রক্রিয়া চলছে এবং সব রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে।
যদিও এই নির্বাচন নিয়ে সংশয় এখনও রয়েছে কারণ আদালতে এই সংক্রান্ত মামলা চলছে এখনো। বিজেপি প্রথম থেকেই দাবি করে আসছিল সব পুরভোট একসঙ্গে করার এবং গণনাও যাতে একদিনে হয়। সেই প্রেক্ষিতে আদালতে মামলা চলছে কিন্তু মামলা চলার মাঝেই আদালতের সেইভাবে কোন নির্দেশ না থাকায় ভোট বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে নির্বাচন কমিশন। সেই কারণে কমিশনকে নিশানা করেছে বিরোধীরা এবং দাবি করেছে যে রাজ্য সরকারের চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে তারা এবং আদালত অবমাননা করেছে। যদিও আসন্ন নির্বাচন না হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।