এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের রক্ষাকবচ থাকা সত্বেও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে শুভেন্দু অধিকারীকে৷ এই কাজ করছে রাজ্যের শাসক দল৷ অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা। আগামী সপ্তাহে মামলার শুনানি৷

বিরোধী দলনেতার বিরুদ্ধ সম্প্রতি ১২টি FIR দায়ের করা হয়ছে। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশ থাকা সত্বেও, রক্ষাকবচ থাকার পরেও বার বার বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধ মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলেই অভিযোগ।তাই আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা। আগামী বৃহস্পতিবার মামলার শুনানি র সম্ভাবনা৷

এদিকে, হোয়াটসঅ্যাপে শুভেন্দু ১,১০০টি নোংরা মেসেজ পেয়েছেন বলে দাবি তাঁর। যাঁরা এমন মেসেজ পাঠিয়েছেন তাঁদের বিরুদ্ধে এবার আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলনেতা। ‘‌গেট ওয়েল সুন’‌ বার্তার নামে তাঁকে কুরুচিকর ভাষায় হোয়াটসঅ্যাপে ক্রমাগত বার্তা পাঠিয়ে বিব্রত করা হয়েছে বলেই বিস্ফোরক অভিযোগ তাঁর৷