এবার ভারতে খোঁজ মিললো ওমিক্রনের

সদ্য মাত্রই দেশ করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ থেকে সমালে উঠছিলো ধীরে ধীরে। এরই মাঝে হলো গোটা বিশ্ব জুড়ে এখন করোনাভাইরাসের নতুন প্রজাতির আতঙ্ক বহাল। কিন্তু একটা স্বস্তি ছিল যে এখনও পর্যন্ত সেই নতুন প্রজাতির খোঁজ ভারতে মেলেনি। কেন্দ্রীয় সরকার জানিয়েছিল যে ওমিক্রন ভারতে এখনো পর্যন্ত মেলেনি কিন্তু সব রকমের প্রচেষ্টা করা হচ্ছে করা বিধি নিষেধ পালন করে। তবে সেই স্বস্তি বেশিক্ষণ থাকলো না, কারণ ইতিমধ্যেই আশঙ্কা সত্যি হয়ে গিয়েছে। কেন্দ্র জানিয়ে দিয়েছে যে ভারতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে এই নতুন প্রজাতি।

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, দেশে দুজন এই করোনাভাইরাস নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন এবং তারা দুজনেই কর্নাটকের বাসিন্দা। বছর ৪৬ এবং বছর ৬৬-র দুজন পুরুষ আক্রান্ত হয়েছেন এই নতুন প্রজাতির ভাইরাসে বলে জানা গিয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়তেই কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে যথাযথ কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে এই প্রজাতি কোনভাবেই ছড়িয়ে পড়তে না পারে।

তবে এই নতুন প্রজাতি নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞানীরা অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাননি জানিয়ে গবেষণা এখনো চলছে। এখনো পর্যন্ত এই ভাইরাস যে বিরাট ভয়ঙ্কর রূপ নেবে সেটা বলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ভ্যাকসিন কতটা কার্যকরী হবে এই প্রজাতির বিরুদ্ধে সেটাও স্পষ্ট নয়। তাই স্বাভাবিকভাবে এই প্রজাতি নিয়ে আতঙ্ক বাড়ছে। আপাতত বিজ্ঞানীরা প্রচেষ্টা চালাচ্ছেন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এটা জানার জন্য যে আদতে এই নতুন ভাইরাস কতটা সংক্রামক হয়ে উঠবে আগামী দিনে।

অন্যদিকে আরো একটি খবর প্রকাশে এসেছে যে ভারত সরকার করোনাভাইরাস ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই নিয়ে সিদ্ধান্ত নিয়ে নেবে কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটি। সব ঠিকঠাক থাকলে হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনাভাইরাস তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়ে যাবে ভারতের।