কমিশনের স্বপক্ষে গেল রায়

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ভোট শুরুর আগেই আদালতে এক গুচ্ছ মামলা। নির্বাচনের আবহে লাগাতার একের পর এক রায় গিয়েছে রাজ্য পঞ্চায়েত নির্বাচন কমিশনের বিপক্ষে।

তবে এবার উলটপুরান। পঞ্চায়েত নির্বাচন নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের নোটিস খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। ফলত এই প্রথম কমিশনের পক্ষে গেল এই একটি মামলার রায়। মনোনয়ন পর্বে গোলমালের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্য নির্বাচন কমিশনকে নোটিস দিয়ে মানবাধিকার কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসাবে কমিশনের ডিজি রাজ্যের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করবেন বলে জানান।

যদিও এরপরই পাল্টা হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন। আজ সেই মামলাতেই স্বস্তিতে রাজ্য কমিশন। শুক্রবার এই মামলার শুনানিতে জাতীয় মানবাধিকার কমিশনের নোটিস খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।