ফের এক নেতাকে তলব

তৎপর হয়ে উঠেছে সিআইডি। উত্তাল রাজ্য রাজনীতি। এই প্রেক্ষাপটে একটি আর্থিক তছরুপ মামলায় বিজেপি সাংসদ অর্জুন সিংহকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাল সিআইডি। সাড়ে ৪ কোটির আর্থিক দুর্নীতির অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিংহর বিরুদ্ধে। আগামী ২৫ মে সকাল ১১টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়াল মাধ্যমে জেরার জবাব দিতে প্রস্তত বলে জানিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। সিআইডি-র জেরায় সহযোগিতা করতে রাজি তিনি। ভাটপাড়ায় একটি নিকাশি নালা নির্মাণের জন্য টেন্ডার ডাকা হলেও তা দেওয়া হয় অর্জুন ঘনিষ্ঠ এক ব্যক্তিকে। নির্মাণে সাড়ে ৪ কোটি টাকা খরচ দেখানো হলেও ওই নালা নির্মাণই হয়নি। ২০২০ সালে দায়ের হওয়া ওই মামলায় অর্জুনের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, নোটিসে এমনটাই বলা হয়েছে। এই মামলার তদন্ততে এ বার অর্জুন দুয়ারে পৌঁছেছে সিআইডি।