‘জয় হিন্দ বাহিনী’ গড়তে উদ্যোগী রাজ্য

আর কিছুদিন পরেই স্বাধীনতা দিবস। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ‘জয় হিন্দ বাহিনী’ গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য। এই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। প্রাথমিকভাবে চারটি— অর্থাৎ বারাকপুর ব্যাটালিয়ান, কলকাতা ব্যাটালিয়ান, জঙ্গলমহল ব্যাটালিয়ান এবং উত্তরবঙ্গ ব্যাটালিয়ান গড়ে তোলা হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি হবে এই বাহিনী। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষপূর্তি উপলক্ষেই আজাদ হিন্দ ফৌজকে সম্মান জানাতে এই বাহিনী গড়ছে রাজ্য। এই উদ্যোগের জন্য মুখ্যসচিবকে মাথায় রেখে রাজ্যস্তরের ১৩ সদস্যের একটি কমিটিও গঠন করা হচ্ছে। প্রতিটি জেলাতেও একটি করে কমিটি থাকছে।