করোনা সংক্রমণে টিকাকরণের সাফল্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

সবে মাত্র গত কাল করোনা সংক্রমণে টিকাকরণে লক্ষ্য মাত্র পূরণ করেছে ভারত৷ ১০০ কোটির লক্ষ্যমাত্র পূরণ করেছে ভারত৷ চিনের পর দ্বিতীয় দেশ হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছে ভারত৷ আজ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই সাফল্যে সকলকে ভাগীদার করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

•   দেশবাসী ‘মেড ইন ইন্ডিয়া’র শক্তি দেখছে। তাই আমি বলব, ক্ষুদ্রাতিক্ষুদ্র ‘মেড ইন ইন্ডিয়া’র পণ্য কিনুন। সেই সব পণ্য কিনুন যা কোনও ভারতবাসী নিজের মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করেছেন।

•    চারিদিকে আজ উৎসাহ, নতুন আশা৷ ভারতের অর্থ ব্যবস্থা নিয়েও সারা বিশ্ব ইতিবাচক৷ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ আসছে৷ যুবাদের জন্য রোজগারের পথ খুলে যাচ্ছে৷ স্টার্ট আপ ব্যবসায় রেকর্ড বিনিয়োগ হচ্ছে৷ হাউজিং সেক্টরেও গতি আসছে৷ 
•     কোন রাজ্যকে কত ভ্যাকসিন দিতে হবে, কোন এলাকায় কত ভ্যাকসিন পৌঁছে দিতে হবে তার জন্যও বৈজ্ঞানিক ফর্মুলায় কাজ হয়েছে৷ কো-উইন প্ল্যাটফর্মও গোটা বিশ্বের নজর কেরেছে৷ 
•    ভারতের টিকাকরণ অভিযান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে হয়েছে। উৎপাদনের পাশাপাশি আমাদের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ ছিল তা সবার কাছে পৌঁছে দেওয়া। মানুষের কাছে টিকা পৌঁছনোর ক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক কাজ করেছি। দেশের স্বাস্থ্যকর্মীদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ 
•     আমরা যখন প্রদীপ জ্বালিয়েছি, থালা বাজিয়েছি, তখন অনেকেই অনেক কথা বলেছে৷ অনেকেই বলেছে এতে কি অসুখ যাবে? কিন্তু এর মধ্য লুকিয়ে ছিল দেশের ঐক্য৷ 
•     প্রথমে বলা হয়েছিল, ভারতের কাছে এই লড়াই কঠিন হবে৷ এত অনুশাসন এখানে কী ভাবে পালিত হবে৷ এমনকী এটাও বলা হয়েছিল, মানুষ ভ্যাকিসন নিতেই আসবে না৷  এটাও ছিল বড় চ্যালেঞ্জ ছিল৷ তবে দেশের মানুষ ভ্যাকসিন নিয়ে সকল প্রশ্নের জবাব দিয়েছে৷

•     রোগ কোনও ভেদাভেদ করে না৷ তাই ভ্যাকসিনেও কোনও ভেদাভেদ থাকবে না৷ তাই এটা নিশ্চিত করা হয়েছে যে, টিকাকরণে যেন ভিআইপি সংস্কৃতির প্রভাব না পড়ে৷ যে যত বড় পদেই থাকুন, যতই ধনী হোন না কেন, সাধারণ নাগরিকের মতোই তাঁরা ভ্যাকসিন পাবেন৷ 
•    ১০০ কোটি ভ্যাকসিন ডোজ সব প্রশ্নের জবাব দিচ্ছে৷ ভারত ১০০ কোটি টিকার ডোজ দিয়েছে, তাও বিনামূল্যে৷ ভারত এখন অনেক বেশি সুরক্ষিত৷ গোটা বিশ্ব ভারতের শক্তির আঁচ পাচ্ছে৷ 

•    বিদেশে ভ্যাকসিনের উপর বহু চর্চা হয়েছে৷ ভারত এই সকল দেশের উপরেই ভ্যাকসিনের উপর নির্ভর করত৷ এখন আমরা গোটা দেশকে টিকা সরবারহ করছি৷  করোনা পরিস্থিতিতে প্রশ্ন উঠেছিল ভারত এই মহামারির বিরুদ্ধে লড়াই করতে পারবে কী? বিদেশ থেকে ভ্যাকসিন কেনার এত টাকা কোথা থেকে আনবে? ভারত কবে ভ্যাকসিন পাবে৷ সব প্রশ্নের উত্তর মিলেছে৷

•  দেশে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কাজ জোরকদমে চলছে। ইতিমধ্যেই বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে নজির তৈরি করেছে ভারত। গোটা বিশ্ব আজ ভারতের শক্তির আঁচ পেয়েছে।গোটা বিশ্ব ভারতের উদাহরণ দিচ্ছে৷ 
•  ১০০ কোটি ডোজ শুধু একটা সংখ্যা নয়৷ এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের সামর্থ্য৷ দেশের ইতিহাসে নতুন অধ্যায় রচিত হল৷ কঠিন লক্ষ্যে সফল হতে জানে দেশ৷  
•  এই সাফল্য ১৩০ কোটি দেশবাসীর৷  ভারত দেখিয়ে দিল, কঠিন লক্ষ্য নির্ধারণ করে তা পূরণ করার ক্ষমতা রাখে নতুন ভারত৷ সকল দেশবাসীকে মন থেকে শুভেচ্ছা জানাই৷ 
•  করোনাকালে আমাদের দেশ নিজের কর্তব্য পালন করেছে৷ তাতেই সফলতা এসেছে৷ ২১ অক্টোবর ভারত ১০০ কোটি করোনা ভ্যাকসিন ডোজের কঠিন লক্ষ্যমাত্রা পূরণ করেছে৷