পড়ুয়াদের নিয়ে চিঠি গেলো প্রধানমন্ত্রীর কাছে

প্রায় এক মাসের কাছাকাছি পৌঁছাতে চললো যুদ্ধ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে ২১ দিন। ইতিমধ্যেই ভারতীয় বহু পড়ুয়া ফিরে এসেছেন দেশে। অনেক বাংলার পড়ুয়াও চলে এসেছেন নিজের নিজের বাড়িতে। তাদের নিয়ে চিন্তার শেষ নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইউক্রেনে পড়াশুনার মাঝেই তাদের চলে আসতে হয়েছে। তাই আপাতত পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত। সেই ইস্যুকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউক্রেন ফেরত মেডিক্যালের পড়ুয়াদের নিয়ে একাধিক পরামর্শ দিয়েছেন তিনি এই চিঠিতে এবং দ্রুত পদক্ষেপ আশা করেছেন।

তথ্য বলছে, ইউক্রেন থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসা নাগরিকদের মধ্যে এখনও পর্যন্ত ৩৯১ জন পড়ুয়া রয়েছে। সেই পড়ুয়াদের কথা ভেবেই আজ এই চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন যাতে তাদের ইস্যুতে দ্রুত পদক্ষেপ করা হয়। যোগ্য পড়ুয়াদের ইন্টার্নশিপের সুযোগ এবং ভাতা দেওয়ার দাবি থেকে শুরু করে বিশেষ ব্যবস্থা করে পড়ুয়াদের বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে নিজ নিজ বর্ষে ভর্তি করানোর দাবিও তিনি জানিয়েছেন। আগেই মমতা জানিয়েছিলেন যে, ইউক্রেন থেকে যে সব বাঙালি পড়ুয়া রাজ্যে ফিরেছে তাদের সঙ্গে দেখা করবেন তিনি। ভাগ করবেন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা। পাশাপাশি তিনি আজ তাদের জন্য বড় সিদ্ধান্তের কথাও ঘোষণা করেছেন।

মমতা জানিয়েছেন, তাদের রাজ্য ইন্টার্ন করার সুযোগ দেবে। যাঁরা বিদেশের পাট চুকিয়ে বাংলায় ফিরে এসেছেন, তাঁদের বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে৷ পাশপাশি তাঁদের জন্য স্কলারশিপের বন্দ্যোবস্তও করা হবে৷ ইউক্রেন থেকে আসা চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বছরের পড়ুয়াদের রাজ্যে ইন্টার্ন হিসাবে কাজ করার জন্য মেডিক্যাল কাউন্সিলকে চিঠি পাঠানো হয়েছে। এমনকী তাঁরা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে৷