প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল প্রায় ছয় বছর আগে। এরপর কেটে গেছে অনেকগুলো দিন। আজ তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর ফের বিয়ে করতে চলেছেন ভগবন্ত মান। আগামীকাল চণ্ডিগড়ে নিজের বাসভবনে সম্পূর্ণ পারিবারিক একটি অনুষ্ঠানে ডাঃ গুরমিত কউরের সঙ্গে চার হাত এক হতে চলেছে তাঁর।
চণ্ডীগড়ে এই বিয়ের আসর বসছে। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেই এই বিয়ে হচ্ছে। বিয়ের অতিথি তালিকায় শুধুমাত্র পারিবারিক সদস্যরা থাকছেন। এছাড়া পারিবারিক কিছু অতি ঘণিষ্ট বন্ধু-বান্ধবকে রাখা হয়েছে। ছয় বছর আগেই প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটেছিল ভগবন্ত মান-এর। সেই বিয়ে-তে দুই সন্তানও রয়েছে। প্রথমপক্ষের স্ত্রী সন্তানদের নিয়ে আমেরিকায় থাকেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সময় ভগন্ত মান-এর সঙ্গে ছিল দুই সন্তান।
সূত্র অনুযায়ী খবর যে, ভগবন্ত মান-এর মা পাত্রী ঠিক করেছেন। তিনি নাকি ডক্টর গুরপ্রীত কওরকে দেখে খুবই খুশি হন। এরপরই ছেলেকে বিয়ের জন্য রাজি করাতে সমানে পিছনে পড়েছিলেন। ভগবন্ত মান-এর মা ও বোন চেয়েছিলেন তিনি আবার বিয়ে করুন। আর এই বিয়ের পাত্রী তাঁরাই ঠিক করবেন বলেও নাকি ভগবন্ত মান-এর কাছ থেকে কথা আদায় করেছিলেন।
আম আদমি পার্টির পক্ষ থেকে বিশিষ্ট কয়েক জন নেতা এই অতি ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানে শরিক হওয়ার কথা। উপস্থিত থাকার কথা আম আদমি পার্টির চিফ অরবিন্দ কেজরিওয়ালেরও। তিনি নব বিবাহিত বর ও বধূ-কে আশীর্বাদ করবেন বলেও জানা গিয়েছে।