21
Jan
রাজবংশী কালচারাল একাডেমির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর নির্মাণের শুভ উদ্বোধন করলেন রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বংশীবদন বর্মন। এদিন আলিপুরদুয়ারের বীরপাড়ায় এই ভবন তৈরির কাজের সূচনা করলেন রাজবংশী এই নেতা। জানা গেছে পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদের পক্ষ থেকে বীরপাড়াতে বহু প্রতীক্ষিত রাজবংশী কালচারাল একাডেমী তৈরী হচ্ছে।এজন্য রাজ্য সরকার ১ কোটি টাকা বরাদ্ধ করেছে। এদিন বংশীবদনের সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলা পরিষদের সহ সভাধিপতি মনোরঞ্জন দে সহ বিশিষ্ট ব্যাক্তিরা। বিধানসভা ভোটের মুখে উত্তরবঙ্গের ভূমিপুত্রদের মন পেতে এবার আসরে নামলো রাজ্যসরকার।আলিপুরদুয়ার শহরের কাছে বীরপাড়াতে বৃহস্পতিবার রাজবংশী কালচারাল একাডেমীর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বংশীবদন বর্মন।