Metro Dairy

চা বিক্রেতাদের সাহায্যে হাত বাড়াল Metro Dairy

চা বিক্রেতাদের সাহায্যে হাত বাড়াল Metro Dairy

করোনা অতিমারীতে লকডাউনের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিনমজুররা। বিশেষত রাস্তার ধারের ছোটখাটো চায়ের দোকানগুলি। লকডাউনে সব স্তব্ধ থাকায় দৈনন্দিন আয়ের পথ বন্ধ হয়ে গিয়েছিল চা বিক্রেতাদের। আর এবার তাঁদেরই পাশে দাঁড়াতে প্রশংসনীয় উদ্যোগ নিল মেট্রো ডেয়ারি। ২৫ টাকায় ৫০০ মিলির দুধের প্যাকেটেই রয়েছে সেই ম্যাজিক। এবার একই পরিমাণ দুধে বেশি কাপ চা তৈরি করতে পারবেন বিক্রেতারা। বাংলার মেট্রো ডেয়ারির সঙ্গে গাঁটছড়া বেঁধে দুগ্ধ ব্যবসা প্রসারে উদ্যোগী নামী সংস্থা কেভেন্টার। কেভেন্টার অ্যাগ্রোর উদ্যোগেই নতুন তুলনায় সস্তায় নতুন দুধের প্যাকেট এল বাজারে। বৃহস্পতিবার থেকেই কলকাতা ও সংলগ্ন কয়েকটি জায়গায় পাওয়া যাচ্ছে এই বিশেষ দুধের প্যাকেট। বারাকপুর, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে আপাতত ২৫ টাকায়…
Read More