16
Sep
ফ্লিপকার্ট আসন্ন উৎসবের মরশুম ও বিগ বিলিয়ন ডেজ উপলক্ষে ৭০,০০০ প্রত্যক্ষ ও আরও কয়েক লক্ষ অপ্রত্যক্ষ কর্মসংস্থানে সহায়তা করবে। প্রত্যক্ষ কাজের সুযোগ সৃষ্টি হবে ফ্লিপকার্টের সাপ্লাই চেইনে, আর অপ্রত্যক্ষ কাজের ব্যবস্থা হবে ফ্লিপকার্টের সেলার পার্টনারদের কাছে ও কিরানাগুলিতে। তাছাড়া, কর্মসংস্থানের সুযোগ ঘটবে অনুসারী শিল্পক্ষেত্রগুলিতেও। এবছর, ফ্লিপকার্ট প্রায় ৭০,০০০ মানুষকে নিয়োগ করবে তার সাপ্লাই চেইনে। সেইসঙ্গে কয়েক লক্ষ অপ্রত্যক্ষ কাজের সুযোগ সৃষ্টি হবে সেলার ও পার্টনারদের কর্মস্থলে। বিগ বিলিয়ন ডেজ উপলক্ষে ক্যাপাসিটি, স্টোরেজ, প্যাকেজিং, হিউম্যান রিসোর্সেস, ট্রেনিং ও ডেলিভারির জন্য যে বিপুল বিনিয়োগ হবে, তার ফলে বাড়তি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। লাস্ট-মাইল ডেলিভারির জন্য ৫০,০০০-এরও বেশি কিরানার সঙ্গে ফ্লিপকার্টের সংযোগ স্থাপনের…