donate dm

প্রতিবন্ধীদের হুইলচেয়ার তুলে দিলেন জেলাশাসক

প্রতিবন্ধীদের হুইলচেয়ার তুলে দিলেন জেলাশাসক

জেলাশাসকের উপস্থিতিতে ছয়জন প্রতিবন্ধীদের হুইলচেয়ার দিল সমগ্র শিক্ষা মিশনএদিন জলপাইগুড়ির কয়েকজন বিশেষভাবে সক্ষমদের এই হুইলচেয়ার তুলে দিলেন জেলার জেলাশাসক মৌমিতা বসু। জানা গেছে , সোমবার জলপাইগুড়ি‌র জেলাশাসকের দপ্তরে স্বাস্থ্য বিধি মেনে ছয়জনকে হুইল চেয়ারগুলো দেওয়া হয়। বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের এবার ৯৬টি হুইল চেয়ার দেওয়ার পরিকল্পনা নিয়েছে সমগ্র শিক্ষা মিশন কর্তৃপক্ষ। আগামী একমাসের মধ্যে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের প্রতিবন্ধী‌দের হাতে তুলে দেওয়া হবে এই হুইল চেয়ারগুলো। প্রতিবন্ধী শিশুদের চলাফেরার সুবিধের জন্য‌ই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা মিশনের আইইডি কো-অর্ডিনেটর আমানুল্লা মন্ডল, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার মানবেন্দ্র ঘোষ প্রমুখ।
Read More