28
Oct
দশমীর নিরঞ্জনের শুভ বিজয়ার মধ্য দিয়ে এবার দেশজুড়ে দীপাবলির তোড়জোড় শুরু। আর এই তোড়জোড় শুরুর আগেই এবার চীনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছে দেশের ব্যবসায়ীরা। প্রতি বছরই দেওয়ালির আগে বিদেশি জিনিসের বয়কট এবং স্বদেশি জিনিস কেনার আহ্বান করে দেশের বিভিন্ন সংগঠনগুলি ।কিন্তু এবারের পরিস্থিতি সম্পুর্ন আলাদা। সম্প্রতি লাদাখ নিয়ে দুই দেশের উত্তেজনা, সেনা জওয়ানদের শহীদের খবরে চীনা দ্রব্যের বিক্রি অনেকটাই কমেছে দেশে। এছাড়াও কয়েকশো চাইনিজ এপ্লিকেশন বন্ধের পর এবার সেই পালে অনেকটাই হাওয়া লেগেছে। এই সুযোগে দেশের স্বদেশীয় সংস্থাগুলি চীনা দ্রব্য বর্জনের ডাক দিয়ে করোনা আবহে ধুঁকতে থাকা দেশের অর্থনীতিকে কিছুটা আশা জাগাতে তৎপর।তার ফলে চিনা রপ্তানিকারকদের ৪০ হাজার কোটি টাকা…