শুভেন্দুর দিল্লি সফরকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই দিল্লি উড়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে প্রত্যেকটি বুথে প্রার্থী দেওয়া তাঁদের কাছে চ্যালেঞ্জের সেখানে এই নয়াদিল্লি সফর নিয়ে বিস্তর গুঞ্জন শুরু হয়েছে।

শেষ খবরে জানা যাচ্ছে, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু। জেলায় জেলায় যাতে দলের কর্মীরা সমস্যায় না পড়েন মনোনয়ন জমা দিতে সেদিকে দেখা উচিত বলেই অনেকে মনে করেন। একাধিক মহলের দাবি, পঞ্চায়েত নির্বাচনেরর রণনীতি ঠিক করতেই দিল্লি গেছেন শুভেন্দু। আর সেই উদ্দেশ্যেই বৈঠক অমিত শাহর সঙ্গে।

নির্বাচনের দিন ঘোষণার পরদিনই শুভেন্দু অধিকারীর নয়াদিল্লি যাওয়া অনেককেই চিন্তিত। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচন রাজ্য পুলিস দিয়েই করাতে চায় রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন।