মারুতি সুজুকি নিয়ে এসেছে দেশের জনপ্রিয় কমপ্যাক্ট এসইউভি ‘ব্রেজা’ – এক সম্পূর্ণ নতুন ‘হট অ্যান্ড টেকি’ অবতারে। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে যুগান্তকারী প্রযুক্তি, যার সঙ্গে আছে আরাম, সুবিধা ও নিরাপত্তার নানা আধুনিক বৈশিষ্ট্য।
মারুতি সুজুকি’র ব্রেজাতে রয়েছে নেক্সট-জেন কে-সিরিজ ১.৫লি ডুয়াল ইঞ্জিন, প্রোগ্রেসিভ স্মার্ট হাইব্রিড সিস্টেম-সহ ডুয়াল ভিভিটি ইঞ্জিন, যা ড্রাইভিংকে সহজতর করার পাশাপাশি জ্বালানি সাশ্রয় করে। এরফলে ব্রেজা ১ লিটার জ্বালানিতে ২০.১৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
ব্রেজা পাওয়া যাচ্ছে অ্যাডভান্সড ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন সুবিধা-সহ। এই গাড়ি পাওয়া যাচ্ছে ৬টি সিঙ্গল-টোন কলার অপশনে ও ৩টি ডুয়াল_টোন কলারে। ভেরিয়েন্ট অনুসারে মারুতি সুজুকি’র ব্রেজা’র দামের রেঞ্জ ৭,৯৯,০০০ টাকা থেকে ১৩,৯৬,০০০ টাকার মধ্যে।