বৃষ্টির মরশুমের শুরু হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে৷ অবশেষে মিলল আশার আলো৷ ভারী বৃষ্টির ছোঁয়া পেতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে৷ এর প্রভাবেই আগামী কয়েক দিন ভারী বৃষ্টির দাক্ষিণ্য মিলবে৷
হাওয়া অফিস জানাচ্ছে, আজ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেকারণে ৭ অগাস্ট থেকে ১১ অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
পাশাপাশি জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ বর্তমানে দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকেই ফোনে তিনি মুখ্য সচিবের সঙ্গে কথা বলেন৷ পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে৷ জেলায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতির কাজেও বিশেষ ভাবে নজর দিতে বলা হয়েছে৷
সোমবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
পাশাপাশি কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ১০ অগাস্ট অর্থাৎ বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
একই সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায়। ১১ অগস্ট বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।