বড়োসড়ো স্বস্তি দেশের সংক্রমনের গ্রাফে

বিগত ছয় মাস পর বড়ো স্বস্তি মিলল দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০ হাজারের নিচে নামলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৯৫ জন। ছয় মাস আগে শেষ বার এই সংখ্যা। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৭৯ জনের। এর মধ্যে কেরলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৯৯ জন, মৃত্যু হয়েছে ৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ২৬ হাজার ০৩০ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৯২ হাজার ২০৬ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৫৮১ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৯ লক্ষ ৫৮ হাজার ০০২ জন। দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৭ হাজার ৩৭৩ জনের। মোট টিকাকরণ হয়েছে ৮৭ কোটি ০৭ লক্ষ ০৮ হাজার ৬৩৬। গত ২৪ ঘণ্টায় ১ কোটি ২ লক্ষ ২২ হাজার ৫২৫ জনের টিকাকরণ হয়েছে। 

এদিকে চরম সুখবর দিয়েছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার গবেষক ডেম সারা গিলবার্ট। তিনি জানাচ্ছেন, জিনের গঠনমূলক পরিবর্তনের ফলেই এমনটা হতে চলেছে। ভবিষ্যতে করোনার আরও বেশি প্রাণঘাতী হওয়ার আশঙ্কা একেবারেই কম বলে মনে করা হচ্ছে। তিনি আরও বলছেন, আগামী দিনগুলিতে করোনা ভাইরাস আরও দুর্বল হতে থাকবে এবং শেষমেষ সেটি সাধারণ ‘ফ্লু’ ভাইরাস হয়ে থেকে যাবে। অন্যদিকে, মারণক্ষমতাও হ্রাস পাবে এই ভাইরাসের।