এইমুহূর্তে বড়ো স্বস্তি মিলছে রাজ্যের কোভিড সংক্রমণে মৃত্যুর সংখ্যায়। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে। আজ আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিকে আজও কারো মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে হল ০.৩১ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ২৭৮ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। এই নিয়ে টানা ৭ দিন মৃত্যুহীন বাংলা। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৯৭ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৫ হাজার ৪১৬ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩২৩ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৪৭ লক্ষ ২৮ হাজার ৮৮৩ নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে কেন্দ্র জানিয়েছে, কোভিড সংক্রান্ত যে সব বিধিনিষেধ ৩১ মার্চ পর্যন্ত বহাল রয়েছে, তা আর নতুন করে জারি করা হবে না। অর্থাৎ ৩১ মার্চের পর থেকে নয়া নির্দেশ বহাল করা হবে না। আগের মতো সব স্বাভাবিক হয়ে যাবে। হিসেব করলে দেখা যাবে, কার্যত ঠিক দু’বছর পর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কিন্তু এখানেও গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে তাদের তরফে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানিয়েছেন, বিধি উঠে গেলেও মাস্ক, হাত ধোয়া এবং সামাজিক দূরত্বের মতো বিষয়গুলি বহাল থাকবে। আর করোনা পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে তার দিকেও নজর রাখতে হবে।