আদালতের নির্দেশ ছিল ১০ দিনের হেফাজত, সেই মেয়াদ শেষ হয়েছে আজ। সকলের নজর ছিল, আজকের আদালতের রায়ের দিকে। হেফাজত বাড়বে পার্থ-অর্পিতার? বাড়লেও ক’দিনের? সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। আজ স্বাস্থ্য পরীক্ষা করানোর পর আদালতে নিয়ে আসা হয় দু’জনকেই। বিকেল ৩ টার সময় আদালতে নিয়ে আসা হয় পার্থ চ্যাটার্জি এবং প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জিকে।
আদালতে পার্থ চ্যাটার্জিকে আরও ৪ দিনের এবং অর্পিতা মুখার্জিকে আরও ৩ দিনের হেফাজতের আবেদন করা হয়েছিল ইডির তরফ থেকে। সেখানেই শুরু হয় দুই পক্ষের বাদানুবাদ। পার্থ চ্যাটার্জির আইনজীবীরা দাবি করেন, “পার্থর বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি। তাঁর কাছ থেকে কিছু না পাওয়া সত্ত্বেও তাঁকে জেরা করা হয়েছে। তাঁকে জামিনের অনুমতি দেওয়া হোক।”
তদন্তকারী আধিকারিকরা জানান জেরায় খুব বেশি সহযোগিতা করছেন না পার্থ চ্যাটার্জি, তুলনায় অনেক বেশি সহযগিতা করছেন অর্পিতা। সুত্রের খবর, আইনজীবীরা জানিয়েছিলেন, পার্থকে জেরা করার জন্য খুব বেশি সময় পাননি তাঁরা। প্রয়োজন আরও সময়ের। দু’পক্ষের সওয়াল জবাবের পর পার্থ-অর্পিতাকে এজলাস থেকে বের করে আনা হয়। তারপরে ইডির বিশেষ আদালত জানিয়ে দিয়েছে, ৫ আগস্ট পর্যন্ত ইডির হেফাজতে থাকবেন পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জি।