আদিত্য বিড়লা এডুকেশন ট্রাস্ট-এর একটি উদ্যোগ ও ভারতে মানসিক স্বাস্থ্যক্ষেত্রের এক অগ্রণী সংস্থা এমপাওয়ার-এর (Mpower) সঙ্গে এক স্ট্রাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হল গ্লোবাল হেলথ ম্যানেজমেন্ট কোম্পানি মেডিক্স (Medix)। স্ট্রাটেজিক পার্টনারশিপের শর্তানুসারে মেডিক্স ইন্ডিয়া তাদের বিভিন্ন পরিষেবায় এমপাওয়ারের মেন্টাল হেলথ সার্ভিসকে যুক্ত করবে এবং গ্রাহক ও পার্টনারদের এমপাওয়ারের ক্লিনিক ও ভার্চুয়াল মেন্টাল হেলথ সার্ভিস ব্যবহারের সুবিধা প্রদান করবে।
এই পার্টনারশিপের মাধ্যমে এমপাওয়ার মেন্টাল হেলথের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ও দক্ষতার পরিপ্রেক্ষিতে মানসিক স্বাস্থ্যগত সমাধান ও চিকিৎসা রোগীদের কাছে সহজলভ্য করে তুলবে। সেইসঙ্গে মেডিক্স তাদের গুণমানের নিশ্চয়তা, সাফল্য-কৌশল, ক্লিনিক্যাল পদ্ধতি, ডিজিটাল মেন্টাল ও ফিজিক্যাল অ্যাসেসমেন্ট ইত্যাদি ক্ষেত্রে অর্জিত গ্লোবাল এক্সপার্টাইজ কাজে লাগিয়ে ভারতের মানসিক স্বাস্থ্য পরিষেবার পটচিত্র বদলে দিতে সচেষ্ট হবে। চুক্তি অনুসারে এমপাওয়ার ও মেডিক্স ভারতে মানসিক স্বাস্থ্য পরিষেবাকে আরও বেশিমাত্রায় অধিকসংখ্যক মানুষের কাছে গ্রহণীয় করে তোলার জন্য সুসংহত ও আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সমাধান পরিবেশন করবে। এর ফলে এদেশে মানসিক স্বাস্থ্য পরিষেবার মানচিত্রে ব্যাপক পরিবর্তন ঘটবে।
উল্লেখ্য, এমপাওয়ার হল আদিত্য বিড়লা এডুকেশন ট্রাস্টের একটি উদ্যোগ। ৬ শতাধিক অভিজ্ঞ মানসিক স্বাস্থ্য চিকিৎসকের সমন্বয়ে তারা এদেশে অগ্রণী ভূমিকায় রয়েছে এবং বিশ্বমানের ও বিজ্ঞানসম্মত প্রকৌশল ব্যবহার করে ১২১ মিলিয়ন মানুষের জীবনকে প্রভাবিত করে চলেছে। অন্যদিকে, মেডিক্স হল এক গ্লোবাল হেলথ ম্যানেজমেন্ট কোম্পানি, যারা তাদের ৩ শতাধিক ইন-হাউস ফিজিসিয়ানের টিম ও ৪৫০০ জন বিশ্বমানের স্পেশালিস্টদের নেটওয়ার্ক নিয়ে অজস্র গ্রাহকদের স্বাস্থ্য সংক্রান্ত চাহিদা পূরণ করে চলেছে।