Covid-19 – তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৯০% কার্যকরী করোনা টিকা, জানান মার্কিন সংস্থা

দশ হাজারের মতো স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষা চলছে। সেই পরীক্ষার প্রাথমিক ফলাফলে করোনাভাইরাস রুখতে ফাইজারের ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’-এর ৯০ শতাংশেরও বেশি কার্যকারিতার প্রমাণ মিলেছে। সোমবার এমনটাই জানাল মার্কিন সংস্থা।

জার্মান ওষুধ প্রস্তুতকারক সংস্থা বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে সেই সম্ভাব্য করোনা টিকা তৈরি করেছে ফাইজার। তাতেই করোনা মোকাবিলায় প্রাথমিক সাফল্যের ইঙ্গিত পাওয়া গিয়েছে। ফাইজারের চেয়ারপার্সন এবং সিইও অ্যালাবার্ট বুর্লা বলেন, ‘কোভিড-১৯ টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের যে প্রথম ফলাফল এসেছে, তাতে কোভিড-১৯ রুখতে আমাদের টিকার ক্ষমতার প্রাথমিক প্রমাণ মিলেছে। বিশ্বব্যাপী এই স্বাস্থ্য সংকটকে শেষ করতে বহু আকাঙ্ক্ষিত সাফল্যের ক্ষেত্রে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এগিয়ে গিয়েছি।’