কাউন্সিলর মৃত্যুর ঘটনায় পরামর্শ শুভেন্দুর

মর্মান্তিক ঘটনা। একই দিনে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু এবং পানিহাটির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত খুন হয়েছেন। দুইজনকেই গুলি করে খুন করা হয়েছে। এই ঘটনায় উত্তাল গোটা রাজ্য। বিধানসভায় বিজেপি ইতিমধ্যেই বিক্ষোভ করেছে, ওদিকে লোকসভায় রাজ্যকে আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মৃত কাউন্সিলরদের পরিবার এখন নিরপেক্ষ তদন্ত ছাড়া আর কিছুই চাইছে না। এবার তাদের বড় পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তাদের সিবিআই তদন্তের আর্জি জানাতে বললেন আদালতে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় আসলে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু বলেন, তিনি খুব ভাল করে জানেন যে, মুখ্যমন্ত্রী এই দুটি ঘটনার প্রেক্ষিতে কখনই সিবিআই তদন্তের নির্দেশ দেবেন না। কিন্তু রাজ্য সরকারের উচিত সিবিআই তদন্ত চাওয়া। তাই নিহত কাউন্সিলরদের পরিবার যেন আদালতে সিবিআই তদন্তের আবেদন জানায়, এমনটাই চাইছেন তিনি। এতে রাজ্য পুলিশকেও একহাত নিয়েছেন বিজেপি বিধায়ক। তাঁর কথায়, রাজ্য পুলিশের ওপর কখনই ভরসা করা যায় না। সেই প্রেক্ষিতেই তিনি চাইছেন যাতে নিহত কাউন্সিলরদের পরিবার কলকাতা হাইকোর্টে গিয়ে সিবিআই তদন্তের দাবি জানায়।

ইতিমধ্যেই দুই জনপ্রতিনিধি খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলার আবেদন জানান হয়েছে কলকাতা হাইকোর্টে। জানা গিয়েছে, এই আবেদন মঞ্জুর করছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে স্বতপ্রণোদিত মামলা দায়ের করে আবেদন জানান আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। তবে গতকাল অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী সিবিআই তদন্তের কথা বললেও আজ তিনি সিআইডি তদন্তের কথাই বলেছেন। তাঁর বক্তব্য, সিআইডি তদন্ত দিয়েই এই খুনের কিনারা হোক।