ফের বিতর্কে মিড-ডে মিলের দুর্নীতি নিয়ে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে ফের বিতর্কে সেই মিড-ডে মিল প্রকল্প। জানা গিয়েছে, মিড-ডে মিলের খাতে খরচের ক্ষেত্রে বড়সড় গরমিলের অভিযোগ উঠেছে।

সূত্রের খবর, কলকাতা পুরসভার অভ্যন্তরীণ অডিট রিপোর্টে পুর বিদ্যালয়গুলির মিড-ডে মিলের খরচে এই গরমিল ধরা পড়েছে। গত ৩০ মার্চ প্রকাশিত অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী, ২০১৮-’১৯ ও ২০১৯-’২০ অর্থবর্ষে মিড-ডে মিল পরিচালনার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে বাড়তি ৯৩ লক্ষ ৬২ হাজার ৫৪৮ টাকা বরাদ্দ করা হয়েছে।

মিড-ডে মিলের অডিট রিপোর্টে অনুযায়ী, ২০১৮-’১৯ সালে পুর বিদ্যালয়গুলিতে মিড-ডে মিল পরিচালনার জন্য খরচ হওয়ার কথা ৭৪ লক্ষ ৩৬ হাজার ২৩০ টাকা। তবে আশ্চর্যজনক ভাবে খরচ দেখানো হয়েছে ১ কোটি ৩১ লক্ষ ১৮ হাজার ৬৮ টাকা। পাশাপাশি রিপোর্ট অনুযায়ী, স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে বিপুল পরিমান টাকা অগ্রিম দেওয়া হয়েছে। যার পরিমাণ প্রায় ৪০ লক্ষ ২৩ হাজার ১৫৭ টাকা।