বেশ কিছুটা স্বস্তির পর আবার নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। নতুন করে চিন্তা বাড়িয়ে চিনে ফের মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। নবান্নের সভাগৃহ থেকে করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আলোচনার প্রথমে অবশ্য বিষয়টি হালকা ভাবেই নিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সভাগৃহে একজনকে মুখে মাস্ক পরে বসে থাকতে দেখে মজার ছলে বলেন, ‘চিনে কোভিড তুমি ভয় পাচ্ছ?’’ সেই সময় অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীকে জানান, চিনে কোভিড ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে৷ প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে৷
এ কথা শোনার পরেই মুখ্যমন্ত্রীর জানতে চান নতুন কোনও ভ্যারিয়েন্ট এসেছে কিনা৷ সেই সঙ্গে স্বাস্থ্যবিভাগের উদ্দেশে তাঁর নির্দেশ, এই বিষয়ে কড়া নজর রাখতে হবে৷ এর জন্য একটি দল গড়ে তোলার কথাও বলেন মুখ্যমন্ত্রী৷ যে টিমের মাথায় থাকবেন স্বাস্থ্য সচিব৷ পাশাপাশা চলবে জিনোম সিকোয়েন্সিং৷ এখনও পর্যন্ত ভারতে সে ভাবে সংক্রমণ না ছাড়ালেও নজরদারি বাড়ানো হয়েছে এদিন মুখ্যমন্ত্রীকে সূচিত করা হয়৷ কোভিডের পাশাপাশি এদিন ডেঙ্গুর খবরও নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷