16
Oct
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি) উত্তর প্রদেশ সংস্কৃত সংস্থানম-এর (ইউপিএসএস) সহযোগিতায় একটি ত্রিভাষিক সংস্কৃত-হিন্দি-ইংরেজি অভিধান চালু করেছে। এর ফলে তাদের ভারতীয় অভিধান পোর্টফোলিওতে ১৩তম ভাষা হিসেবে সংস্কৃত যুক্ত হল। এই উদ্যোগটি ভারতের ‘ধ্রুপদী ভাষা’ তালিকায় পাঁচটি নতুন ভাষার সাম্প্রতিক অন্তর্ভুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা সংস্কৃত শিক্ষার প্রচারের প্রচেষ্টার সঙ্গে সঙ্গতিপূর্ণ। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের এই অভিধানটিতে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্যে ২৫,০০০-এরও বেশি শব্দ রয়েছে। ওইউপি ভাষাগত বৈচিত্র্যের প্রতি তাদের প্রতিশ্রুতি এবং নতুন শিক্ষানীতি ২০২০-এর প্রতি সমর্থন জোরদার করে আরও তিনটি অভিধান প্রকাশের ঘোষণা করেছে। এগুলি হল – কম্প্যাক্ট ইংলিশ-ইংলিশ-উর্দু ডিক্সনারি, মিনি হিন্দি-ইংলিশ ডিক্সনারি, ইংলিশ-হিন্দি ডিক্সনারি। এছাড়া, এবছরের গোড়ার দিকে প্রকাশিত হয়েছে ইংলিশ-ইংলিশ-অ্যাসামিজ…