বড় ঘোষণা ইস্ট ওয়েস্ট মেট্রো রুট নিয়ে

ঘোষণার পর থেকেই মহানগরীর বুকে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনার শেষ নেই। বলতে গেলে গোটা দেশে প্রথমবারের মতো গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে এই রুটে। মেট্রোর ইস্ট ওয়েস্ট মেট্রো রুটকে এক করে দেবে কলকাতা ও হাওড়া শহরকে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া এবং মহাকরণ স্টেশনের মাঝের ৫২০ মিটার অংশ গঙ্গার তলা দিয়ে যাবে।

যে সময় মেট্রো গঙ্গার তলার এই ৫২০ মিটার অংশ পার করবে সেই সময় যাত্রীরা তা কীভাবে বুঝবেন সেই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। একটি খবর উঠে আসছে যখন গঙ্গার তলায় মেট্রো প্রবেশ করবে তখন স্পেশাল এফেক্ট দেওয়া হতে পারে মেট্রোর কামরাগুলিতে।

যদি কল্পনা বাস্তব রূপান্তরিত হয়, তাহলে যে সময় মেট্রো গঙ্গার সুরঙ্গে প্রবেশ করবে তখন হঠাৎ বদলে যেতে পারে কামরার রং। মেট্রো কামরাগুলি হঠাৎ রূপান্তরিত হতে পারে জলের নীলচে আভার রঙে। এর সাথে শুরু হবে জলের সাউন্ড এফেক্ট। আপাতত গঙ্গার টানেলের দুই প্রান্তে রয়েছে সাইনবোর্ড। সেই সাইনবোর্ড দেখেই যাত্রীরা বুঝতে পারবেন কখন মেট্রো গঙ্গার তলায় প্রবেশ করছে এবং বেরিয়ে আসছে।