07
Apr
প্রতিদিন রেকর্ড হারে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম । মূলত, জ্বালানীর এই মূল্যবৃদ্ধির কারণে বেড়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় সবজি নিয়ে যাওয়ার পরিবহন খরচও । যারফলে আকাশছোঁয়া হয়েছে সবজি, ফলের দাম। এনিয়ে আজ বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে কম দামে সবজি ও ফল পৌঁছে দিতে পারে একমাত্র সুফল বাংলার পরিষেবা। তবে গোটা পশ্চিমবঙ্গে সুফল বাংলার দোকান আছে মোট ৩৩২টি। তাই সুফল বাংলার স্টলের সংখ্যা ৩৩২ থেকে বাড়িয়ে ৫০০টি করতে হবে। এ ছাড়া সুফল বাংলার স্টল বাজারে বাজারে দাঁড়াবে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত। এর পর দুপুর ৩টে…