বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় জোর ধাক্কা অভিষেকের।
সিবিআই এর পাশাপাশি এবার ইডিও জেরা করতে পারবে অভিষেক বন্দ্যাপাধ্যায়কে, সোমবার সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ হাইকোর্টের রায়ই বহাল রাখলো শীর্ষ আদালত। শিক্ষক কেলেঙ্কারি ইস্যুতে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে জেরা করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাংসদ।
আজ সর্বোচ্চ আদালতে, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এম ভি রাজু মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টে জানান, ‘শিক্ষক নিযোগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে কিছু যোগ পাওয়া গেছে।’ সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এই মুহূর্তে মামলায় হস্তক্ষেপ করা মানে তদন্ত বন্ধ করা। তাই হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করবে না। রক্ষাকবচ পেলেন না তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।