অ্যাডিনো সংক্রমণ বাড়ছে বাংলায়

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার রাজ্যে ছড়িয়ে পড়েছে অ্যাডিনোভাইরাস আতঙ্ক। হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই মৃত্যুও বাড়ছে। শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, অন্যান্য একাধিক রাজ্যেও এই ভাইরাসের বাড়বাড়ন্ত হয়েছে।

সম্প্রতি অ্যাডিনোভাইরাস পরিস্থিতি নিয়ে সমীক্ষা চালিয়েছিল নাইসেড। তারা দাবি করেছে, এই মুহূর্তে দেশের মধ্যে সবচেয়ে বেশি অ্যাডিনো সংক্রমণ হয়েছে পশ্চিমবঙ্গে, প্রায় ৩৮ শতাংশ। বাংলার পরে দক্ষিণের কিছু রাজ্য যেমন কেরল, তামিলনাড়ুতে সংক্রমণ বেড়েছে কিন্তু তারা বাংলার ধারেকাছে নেই। অন্যদিকে আবার মহারাষ্ট্র, দিল্লির মতো রাজ্যেও অ্যাডিনোভাইরাস আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করেছে বটে, কিন্তু তাদের অবস্থা বাংলার থেকে ভালো।

তবে এতকিছুর মধ্যে আশার দিকও আছে। রাজ্যের স্বাস্থ্য কর্তাদের দাবি, কয়েক সপ্তাহ আগের যে পরিস্থিতি ছিল তা থেকে বর্তমান পরিস্থিতি ভাল রাজ্যে। শ্বাসকষ্টের সমস্যায় রাজ্যজুড়ে রোজ প্রায় ৮০০ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছিল। সংখ্যাটি এখন কমে হয়েছে ৬০০। এছাড়া শিশু মৃত্যুর সংখ্যাও বিগত কয়েক দিনে হ্রাস পেয়েছে বলে দাবি। কিন্তু ভিনরাজ্যের থেকে বাংলার অবস্থা খারাপ কেন হচ্ছে তা নিয়ে কোনও স্পষ্ট উত্তর নেই।