মেখলিগঞ্জে রাজ্যের দীর্ঘতম সেতু ‘জয়ী’ সেতু উদ্বোধন করলেন তিনি । এদিন দুপুরে শিলিগুড়ি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই দমকল কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মেখলিগঞ্জ শহর- হলদিবাড়ি যোগাযোগের জন্য ২০১৫সালে তিস্তা নদীর উপর জয়ী সেতু নির্মাণের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সেতু নির্মাণের কাজ এবং অ্যাপ্রচ রোড নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে। এই সেতু চালু হওয়ায় কোচবিহারের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলে অভিজ্ঞ মহলের অভিমত।
এ ছাড়াও কোচবিহার জেলার মাথাভাঙা ২নং ব্লকের নিশিগঞ্জে একটি দমকল কেন্দ্রের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন প্রমূখ। আরও অনেকগুলি প্রকল্প মুখ্যমন্ত্রীর হাতেই প্রাণ পেলো তার এই সফরে। সব মিলিয়ে ভোটের আগে উত্তরবঙ্গের জন্য যেন উন্নয়নের ডালি সাজিয়ে আনলেন মুখ্যমন্ত্রী।কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদহ এবং দুই দিনাজপুর মিলিয়ে উত্তরবঙ্গে মোট বিধানসভা আসন ৫৪টি। ২৯৪ আসনের লড়াইয়ে তার গুরুত্ব অনেকখানি। এরই মধ্যে রাজ্যে একের পর এক তৃণমূল নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার ঘটনায় পরিস্থিতি কিছুটা বদলেছে। তাই ২০২০ ডিসেম্বরের থেকে এই সফরের গুরুত্ব অনেকটাই আলাদা।