করোনার মধ্যে মহালয়ায় নিয়ম মেনে গঙ্গায় তর্পণ

আগামীকাল বৃহস্পতিবার মহালয়া। করোনা সংক্রমণের মধ্যেই ছোট করে হলেও তা হবে। নিয়ম মেনে মহালয়ায় গঙ্গায় তর্পণও করা যাবে। যদিও এবার মহালয়ার সাত দিন নয়, বরং ৩৫ দিন পরে শুরু পুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সংক্রমণের মধ্যেও যতটা সম্ভব সুরক্ষা নিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব পালন করার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার।

মহালয়ার দিন গঙ্গার বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করতে আসেন বহু মানুষ। পুরসভা সূত্রে খবর, মহালয়ার দিন যাতে গঙ্গার বিভিন্ন ঘাটে সুষ্ঠুভাবে তর্পণ সম্ভব হয়, তার জন্য আগে থেকে প্রশাসনকে নির্দেশ দিয়েছে পুরসভা। যাতে এক জায়গায় অনেক লোক নেমে তর্পণ না করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখেন, সেদিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। সেইসঙ্গে পুরোহিত থেকে শুরু করে যাঁরা তর্পণে আসবেন তাঁদের মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে।