স্টার সিমেন্টের নতুন কারখানা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জি রিমোটের মাধ্যমে স্টার সিমেন্টের একটি নতুন কারখানার উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলার মোহিতনগরে। ৪৫০ কোটি টাকা বিনিয়োগে ও ৪৫.০৮ একর জায়গা জুড়ে স্থাপিত এই নতুন কারখানাটি শিল্প বিশেষজ্ঞদের মতে উত্তরবঙ্গের বৃহত্তম প্রাইভেট সেক্টর বিনিয়োগ। এই কারখানায় বছরে ২ মিলিয়ন টন উৎপাদন ক্ষমতা থাকবে এবং আশা করা হচ্ছে এই অঞ্চলে স্থানীয় মানুষদের জন্য কর্মসংস্থানের বিরাট সুযোগ এনে দেবে। উত্তরবঙ্গে সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে স্টার সিমেন্টের অবদানের প্রশংসা করে মুখ্যমন্ত্রী মমতা বানার্জি আশা প্রকাশ করে বলেন, নতুন সিমেন্ট কারখানাটি এই অঞ্চলের শিল্পক্ষেত্রে এক নতুন ধারার সৃষ্টি করবে। উল্লেখ্য, নতুন কারখানাটি বিশ্বমানের যন্ত্রপাতি সমৃদ্ধ ও সর্বাধুনিক জার্মান প্রযুক্তিসম্পন্ন। পূর্বভারতের সিমেন্ট বাজারে স্টার সিমেন্ট লিমিটেড হল অগ্রণী সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা। কোম্পানির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড স্টার সিমেন্ট হচ্ছে উত্তরপূর্ব ভারতের বৃহত্তম ও সর্বাধিক বিশ্বাসযোগ্য ব্র্যান্ড।