বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত ১৩ জুন, তলব করেছিল ইডি। তবে ইডির ডাকে সাড়া দেননি সাংসদ।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পূর্বে সেই সময় রাজ্য জুড়ে চলছিল অভিষেকের নবজোয়ার সভা। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিষেক জানিয়েছিলেন সমন পেলেও জনসংযোগ কর্মসূচী ছেড়ে যাওয়ার কোনও প্রশ্নই নেই। পরে এর পরিপ্রেক্ষিতে হাজিরা না দিলেও ইডিকে একটি চিঠি পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত ভোটের পর কখনও ডাকলে তিনি যাবেন বলেও জানান ইডিকে। নেতার সেই চিঠির পরিপ্রেক্ষিতেই এবার তাকে পাল্টা চিঠি দিল গোয়েন্দা সংস্থা। চিঠিতে ইডি জানিয়েছে, শুধুমাত্র নিয়োগ দুর্নীতির অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি বিতর্ক বা আদালতের নির্দেশে নয়, সার্বিকভাবে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সংস্থা।