ঘটে গিয়েছে বড় সেনা অভ্যুত্থান। মায়ানমারের রাষ্ট্রপিতি আং সান সু চি – কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। ক্ষমতা হারালেন মায়ানমারের নেত্রী অং সান সু চি। দেশটিতে এক বছরের জরুরী অবস্থা জারি করা হয়েছে। আটক রাষ্ট্রপতিও। রাজধানী নেপিদ সহ সমগ্র দেশের দখল নিয়েছে সেনা। সেই সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাঁদের বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়া হয়। প্রধান প্রধান শহরগুলোতে মোবাইল ইন্টারনেট এবং কিছে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।